/anm-bengali/media/media_files/2024/10/24/HYAu5Ojpvv4gsmsJN413.jpg)
নিজস্ব সংবাদদাতা: একদিকে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় সেনইয়ার, ঠিক তখনই ফের গভীর আশঙ্কার মেঘ দক্ষিণ ভারতের উপকূলে। বঙ্গোপসাগর-এ নতুন করে তৈরি হচ্ছে শক্তিশালী ঝড়। এই পরিস্থিতিতে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক থাকার কড়া বার্তা দিল ভারতীয় আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপকূল ঘেঁষা এলাকায় যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী বারো ঘণ্টার মধ্যেই এই শক্তিশালী সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেই আশঙ্কা। তখন তার নাম হবে ঘূর্ণিঝড় দিতওয়া।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/21/GxOZsuJDBG7zRq5QguiG.jpg)
ঝড় ঠিক কবে স্থলভাগে আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহের শেষের দিকেই তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে প্রবল বৃষ্টি, ঘণ্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং উত্তাল সমুদ্রের আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী একদিন মূলত একই অঞ্চলের উপর ঘোরাঘুরি করতে পারে। তারপরই ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করে ভয়ঙ্কর আকার নিতে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলবর্তী গ্রামগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।
একদিকে পুরনো ঝড় দুর্বল হচ্ছে, অন্যদিকে নতুন ঝড় আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে—এই দ্বিমুখী দুর্যোগে রাজ্য প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় ফের দুর্যোগের ছায়া ঘনাচ্ছে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us