মাত্র কয়েক ঘণ্টা, রাত পোহালেই বাংলায় SIR শুরু

স্পষ্ট নির্দেশিকাই বৃহস্পতিবার কমিশন প্রকাশ করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
SIR

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ও দেশের মোট ১২টি রাজ্যে রাত পোহালেই শুরু হচ্ছে বিশেষ নিবিড় পরিমার্জন (SIR)। কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে— কে কখন বিএলও-কে (BLO) পাবে, চূড়ান্ত তালিকা কখন প্রকাশ হবে ইত্যাদি প্রক্রিয়াগত সময়সীমার বিস্তারিত পরে জানানো হবে। তবে সবচেয়ে উদ্বেগের প্রশ্ন— কোন শর্তে ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে—তার স্পষ্ট নির্দেশিকাই বৃহস্পতিবার কমিশন প্রকাশ করেছে।

কমিশন জানিয়েছে, নিন্মলিখিত ১১টি নথির মধ্যে একটি বা দুটি প্রদান করে একজন ভোটকারী তার নাগরিকত্ব/ঠিকানা প্রমাণ করতে পারবেন — এতে দেড়শত শতাংশ নয়, একটি বা দুটো নথিই যথেষ্ট:

1. কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে থাকা বা পেনশনপ্রাপ্তির শংসাপত্র
2. ১ জুলাই ১৯৮৭-এর আগের ব্যাঙ্ক/পোস্ট অফিস/LIC/স্থানীয় প্রশাসনের কোনো নথি
3. জন্ম সনদ (Birth Certificate)
4. পাসপোর্ট
5. শিক্ষাগত যোগ্যতার সনদ (মাধ্যমিক বা তার বেশি)
6. রাজ্য সরকারের প্রদত্ত উপযুক্ত বাসস্থানের শংসাপত্র
7. অরণ্য অধিকার শংসাপত্র (Forest Rights certificate)
8. জাতিগত শংসাপত্র (Caste/Tribe certificate)
9. এনআরসি সংক্রান্ত শংসাপত্র
10. পারিবারিক রেজিস্টার
11. জমির পরচা বা বাড়ির দলিল

১২ নম্বর নথি হিসেবে আছে আধার কার্ড — তবে কমিশন স্পষ্ট করে বলেছে, আধারকে নাগরিকত্ব প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না, কেবল পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়া হবে।

voter list application

যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল, বা যাদের পিতামাতার নাম ২০০২ তালিকায় আছে, তাঁদের কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই — তাদের স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হবে বলে কমিশন জানিয়েছে।