মুখ্যমন্ত্রী কেজরিওয়াল...আদালতে এসব করা যাবে না! প্রধান বিচারপতিকে চিঠি

মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নিয়ে এল বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
dfe

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইডি গ্রেফতারির বিরুদ্ধে আম আদমি পার্টির আইনি সেলের দ্বারা দিল্লি আদালতে বিক্ষোভের ডাকের বিরুদ্ধে আইনজীবী বৈভব সিং দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। 

KEJRI .jpg

'আদালতে প্রতিবাদ করা যাবে না। এটি জনসাধারণের ন্যায্য মামলা করার অধিকার লঙ্ঘন করে যারা বিচার চাইতে আদালতে আসছেন। প্রতিটি আইনজীবী ও রাজনৈতিক দলকে আদালতকে যুদ্ধক্ষেত্র বানানো থেকে বিরত থাকতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য আদালতে আসা যাবে না', দাবি করলেন আইনজীবী বৈভব সিং। 

Delhi high court refuses to stay order allowing private schools to charge  annual, development fees | Delhi News - Times of India

Add 1