কুখ্যাত ডন দাউদের বাংলোতে 'সনাতন ধর্ম পাঠশালা'! বড় সিদ্ধান্ত আইনজীবীর

১,৭৩০ বর্গমিটার কৃষিজমির জন্য রিজার্ভ প্রাইস ১,৫৬,২৭০ টাকার বিপরীতে সর্বোচ্চ দর ছিল ৩.২৮ লক্ষ টাকা।

author-image
SWETA MITRA
New Update
Dawood Ibrahim.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পলাতকগ্যাংস্টারদাউদইব্রাহিমের (Dawood Ibrahim) রত্নাগিরিরচারটিসম্পত্তিশুক্রবারনিলামেতোলাহয়েছিল। এদিকেচারটিসম্পত্তিরমধ্যেদুটিসফলভাবেনিলাম করাহয়েছিল। এরই মাঝে প্রকাশ্যে এল বড় মন্তব্য। গতকাল নিলামে ওঠা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একটি সম্পত্তি কিনেছেন আইনজীবী অজয় শ্রীবাস্তব। তিনি এই প্রসঙ্গে বলেন, "এখানে একটি স্কুল প্রতিষ্ঠা করবো। আমি দাউদ ইব্রাহিমের বাংলোতে 'সনাতন ধর্ম পাঠশালা' প্রতিষ্ঠা করেছি, যা আমি ২০২০ সালে কিনেছিলাম।“