শাসক-ধর্নার দ্বিতীয় দিন! আগাম সতর্ক বার্তা শুভেন্দুর

সকাল সকাল দিল্লির বাসিন্দাদের উদ্দেশ্যে বার্তা শুভেন্দু অধিকারীর। দিল্লিতে আজ কী ঘটতে চলেছে দিলেন আগাম পূর্বাভাস।

author-image
Pallabi Sanyal
New Update
suvendu nandi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : সোমবার ও মঙ্গলবার বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল। গতকালের ধর্না-অবস্থানের পর মঙ্গলবার দুপুরেও রয়েছে প্রতিবাদ কর্মসূচি। গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার সকাল সকাল আগে ভাগে আগাম সতর্ক বার্তা দিয়ে ট্যুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মূলত, দিল্লির বাসিন্দাদের সতর্ক করেছেন তিনি। সোমবার ব্যাপক অশান্তি হয় তৃণমূলের বিক্ষোভ চলাকালীন। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি পর্যন্ত হয়। তৃণমূল সাংসদের জুতো ও মোবাইল ফোন চুরির অভিযোগও উঠেছে। আর সেই দিকেই ইঙ্গিত করে শুভেন্দু তার পোস্টে লিখেছেন,''আজ যন্তর মন্তরের  আশেপাশে একটি বিক্ষোভ হওয়ার কথা আছে। তাই আমি আপনাদের (দিল্লিবাসীকে) আগাম সতর্ক করছি।'' তৃণমূলের কর্মসূচিতে নাটক বলে অভিহিত করে বিজেপি নেতা লেখেন, ''নাটক মঞ্চস্থ করবেন বড় ডাকাতরা। কিন্তু অভিনয়শিল্পীরা বাস্তব জীবনে চোর, বিশেষ করে প্রধান অভিনেতারা। গতকাল তারা রাজঘাটে বেশ কয়েকটি মোবাইল ফোন চুরি করে। তাই যদি কেউ কনট প্লেস, ইন্ডিয়া গেট এবং আশেপাশের এলাকায় যান, অনুগ্রহ করে অতিরিক্ত সতর্ক থাকুন। বাই দ্যা ওয়ে, ড্রামাটির নাম ‘চোর মাচায়ে শোর’। শেষে শুভেন্দু লিখেছেন, আপনার শুভাকাঙ্খী।''