মিথ্যা প্রতিশ্রুতি দেয় বিজেপি ! বড় দাবি করলেন হেভিওয়েট নেতা

কেন এই কথা বললেন এই হেভিওয়েট নেতা ?

author-image
Debjit Biswas
New Update
Aaditya THakll1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন মহারাষ্ট্রের তরুণ তুর্কি নেতা আদিত্য ঠাকরে। তিনি বলেন, ''যে প্রতিশ্রুতিগুলি দিয়ে বিজেপি ভোটে জিতেছিল, সেগুলি নিয়ে তারা এখন একটিও কথা বলছে না। বিজেপি ক্রমাগত মিথ্যা বলছে। লাডলি বেহনা প্রকল্পে মাসিক ২১০০ টাকা দেওয়া থেকে শুরু করে কৃষিঋণ মকুব, বিজেপি কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি।"

jgju

আদিত্যর এই মন্তব্যের পর মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।