BREAKING: সন্ত্রাসের বিরুদ্ধে একতা জরুরি, বিজেপি রাজনীতি করছে ! এবার বিজেপিকে আক্রমণ করলেন আদিত্য ঠাকরে

কি বললেন আদিত্য ঠাকরে ?

author-image
Debjit Biswas
New Update
Aaditya THakll1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা প্রসঙ্গে ফের একবার বিজেপিকে আক্রমণ করলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা আদিত্য ঠাকরে। তিনি বলেন,''সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রথম দিন থেকেই আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট ছিল। আমরা ঠিক করেছিলাম সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে, সব বিরোধী দলই প্রধানমন্ত্রী মোদির পাশে থাকবে। পাকিস্তানকে আমাদের শক্তি দেখাতে হবে। কিন্তু এখন একতা ভুলে বিজেপি এই ইস্যুতে রাজনীতি শুরু করেছে।”

aditya thakreyq1.jpg