'মণিপুর নিয়ে আলোচনা করলে আকাশ ভেঙে পড়বে না,' মোদীকে নিশানা অধীরের

সংসদের বর্ষা কালীন অধিবেশনে মণিপুর সহিংসতা নিয়ে বিরোধীরা হট্টগোল অব্যাহত রেখেছে। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে রাজ্যসভার চেয়ারম্যানের মঞ্চে যাওয়ার জন্য বর্ষা অধিবেশনের বাকি অংশের জন্য সাসপেন্ড করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
modi adhir.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর ইস্যুতে (Manipur) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবদিহি চেয়েই চলেছে বিরোধীরা। এবার এই নিয়ে আবারও সরব হতে দেখা গেল বাংলার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আজ সোমবার লোকসভায়কংগ্রেসনেতাঅধীররঞ্জনচৌধুরীবলেন, "বিষয়টিরগুরুত্ববিবেচনাকরেপ্রধানমন্ত্রীযদিমণিপুরনিয়েআলোচনারজন্যসংসদেআসেনতবেআকাশভেঙেপড়বেনা।ইউরোপথেকেশুরুকরেযুক্তরাষ্ট্রথেকেশুরুকরেএকাধিক জায়গায়এইনিয়েআলোচনাচলছে।এটাশুধুস্বরাষ্ট্রমন্ত্রকেরবিষয়নয়, পুরোদেশেরব্যাপার।সুতরাং, আমরাপরামর্শদিচ্ছিযেপ্রধানমন্ত্রী (Narendra Modi)নিজেই এগিয়েআসুন।"