রাজ্যসভা মনোনয়নে বিজেপির প্রভাবের ইঙ্গিত অধীরের

"সরকার যাঁদের নাম পাঠায়, রাষ্ট্রপতি শুধু অনুমোদন দেন" — রাজ্যসভা মনোনয়নে বিজেপির প্রভাবের ইঙ্গিত দিলেন অধীর রঞ্জন, বললেন মন্ত্রিত্বও পেতে পারেন তাঁরা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-13 3.13.07 PM

নিজস্ব প্রতিনিধি: রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত চার বিশিষ্ট ব্যক্তিকে ঘিরে মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাষ্ট্রপতি তো নাম পাঠান না, সরকার যাঁদের নাম পাঠায়, রাষ্ট্রপতি সেগুলিতেই সম্মতি দেন। কাজেই এটা স্পষ্ট যে সরকারই তাঁদের মনোনয়ন দিয়েছে।”

তিনি আরও বলেন, “এই চারজন ভবিষ্যতে মন্ত্রিত্ব পেতে পারেন। এমনও হতে পারে তাঁরা বিজেপির শুভগ্রাহিতা লাভ করেছেন বলেই এই মনোনয়ন।”

রাজ্যসভায় যাঁদের মনোনীত করা হয়েছে, তাঁরা হলেন—উজ্জ্বল নিকম, সি. সদানন্দন মাস্টে, হর্ষ বর্ধন শ্রিংলা এবং মীনাক্ষী জৈন। তাঁদের মধ্যে অনেকেই অতীতে প্রশাসন, আইন, কূটনীতি এবং শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তবে অধীরের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা একে "সরকারি পক্ষপাতিত্বের প্রতিফলন" হিসেবে দেখলেও, বিজেপির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।