/anm-bengali/media/media_files/2025/10/25/download-2025-10-25t1623-2025-10-25-16-24-53.jpeg)
SATISH SHAH
নিজস্ব সংবাদদাতা : প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল 'সারাভাই ভার্সেস সারাভাই' (Sarabhai Vs Sarabhai)-এ ইন্দ্রবর্ধন সারাভাইয়ের চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তিনি।
বিশিষ্ট অভিনেতা সতীশ শাহ আজ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, তিনি কিডনি ফেলিওরে (Kidney Failure) ভুগছিলেন এবং এর জেরেই তাঁর জীবনাবসান হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/25/images-30-2025-10-25-16-24-32.jpeg)
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত সতীশ শাহ-র প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গভীর শোক প্রকাশ করেন।
সতীশ শাহ শুধুমাত্র ছোট পর্দায় নন, একাধিক জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এবং কমেডি চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় তাঁকে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছিল। তাঁর অকাল প্রয়াণে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us