এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত ! আল ফালাহ বিশ্ববিদ্যালয় নিয়ে মাদানির বক্তব্যকে খারিজ করলেন আবু আসিম আজমি

কেন মাদানির বক্তব্যকে খারিজ করলেন আবু আসিম আজমি ?

author-image
Debjit Biswas
New Update
abu azim

নিজস্ব সংবাদদাতা : জমিয়ত উলামা-ই-হিন্দ-এর প্রধান মাওলানা আরশাদ মাদানি কর্তৃক আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে (Al Falah University) ঘিরে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলার ঘটনায় তীব্র আপত্তি জানালেন মহারাষ্ট্র সমাজবাদী পার্টির সভাপতি তথা বিধায়ক আবু আসিম আজমি। মাদানির এই ধরনের মন্তব্যকে divisive বা বিভেদমূলক আখ্যা দিয়ে সাধারণ মানুষকে এর প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি।

abu azmi a

তিনি বলেন,''দেশের সমস্ত জনগণের উচিত এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর তোলা।"