/anm-bengali/media/media_files/rdSc7xrENRffp6nAtM9M.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার আম আদমি পার্টি জানিয়েছে, তারা ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভবনটি উদ্বোধন করবেন।
আম আদমি পার্টি জানিয়েছে, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদ ভবনের উদ্বোধন না করায় তারা বিরক্ত। আরও কয়েকটি বিরোধী দল এই অনুষ্ঠানে যোগ দেবে না। আমরা অনুষ্ঠান বয়কট করব।"
Aam Aadmi Party will boycott the inauguration ceremony of the new Parliament building on 28th May. AAP has taken this decision in view of the questions being raised regarding the matter of not inviting the President to the inauguration ceremony: Aam Aadmi Party pic.twitter.com/s8JlCBkTyU
— ANI (@ANI) May 23, 2023
টিএমসি এবং সিপিআইও জানিয়েছে যে তারা নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না।