আপ সরকারের জোড়-বিজোড় প্রকল্প, আর নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লির জনগণকে হয়রানি করার মতো এক প্রকল্প ছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
traffic

File Picture

নিজস্ব সংবাদদাতা: পূর্ববর্তী আপ সরকারের চালু করা জোড়-বিজোড় প্রকল্প এখন অতীত। এবার সেই সম্পর্কে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বললেন, "এটা দিল্লির জনগণকে হয়রানি করার মতো এক প্রকল্প ছিল। যদি কোনও পরিবারের একটি গাড়ি থাকে, তাহলে কি তারা ঘর থেকে বের হবে না? দিল্লির জনগণের সুবিধার কথা মাথায় রেখে আপনাকে অনেক কিছু করতে হবে। যা আগের সরকার কখনোই করেনি”।

rekha gupta