আপ-কংগ্রেসের জোট লোক দেখানো, দিল্লিতেই স্পষ্ট হয়ে গেল!

'AAP এবং কংগ্রেসের জোট অস্বাভাবিক'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sonia rahul kejri.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লি লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী বাঁসুরি স্বরাজ এদিন ভোটের প্রচারে বেরিয়ে বলেন, “AAP এবং কংগ্রেসের জোট অস্বাভাবিক। যখনই কংগ্রেস ক্ষমতা হারিয়েছে, AAP তা ছিনিয়ে নিয়েছে, তা পাঞ্জাব হোক বা দিল্লিতে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শপথ নেওয়ার পরই বোধহয় নিজের সন্তানদের বলে দিয়েছেন যে তারা যেন কখনোই কংগ্রেসের সাথে জোট না করে। এখন এই জোট তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। এই জোট বড় চ্যালেঞ্জ নয় কারণ দিল্লির জনগণ উন্নয়ন, প্রধানমন্ত্রী মোদী এবং 'ভিক্সিত ভারত'কে ভোট দেবে”।

bansuri swraj .jpg

kejriwal mcd.jpg

Add 1