নিজস্ব সংবাদদাতা: দিল্লির ভয়াবহ দূষণ পরিস্থিতি নিয়ে ফের তীব্র আক্রমণ চালালেন আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর। তাঁর অভিযোগ, রাজধানীর বাতাস ধোঁয়াটে হয়ে মানুষের শ্বাস নিতে কষ্ট হলেও কেন্দ্রীয় সরকার নাকি এখনও কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। তাঁর ভাষায়, “এটা এখন আর শুধু দূষণ নয়—এটা জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা। তবুও কেন্দ্রীয় সরকার দায়িত্বশীল আচরণ করছে না।”
প্রিয়াঙ্কা কাক্কর বলেন, কেন্দ্র গত দশ মাস ধরে দিল্লিতে রয়েছে, কিন্তু এই সময়ে দূষণ সমস্যার বিরুদ্ধে একটি পদক্ষেপও নাকি তারা নেয়নি। তিনি দাবি করেন, এখনই উচিত ছিল NCR-এর সব মুখ্যমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকে দূষণ কমানোর রূপরেখা তৈরি করা। কিন্তু কেন্দ্রীয় সরকার নাকি কোনও উদ্যোগই দেখায়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/23/aap-spoke-person-2025-11-23-21-10-54.png)
AAP মুখপাত্রের অভিযোগ আরও কঠোর—“এই সরকার মানুষের স্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করছে। তাই বারবার দিল্লির মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তারা বুঝে গিয়েছেন, সরকারের প্রতিশ্রুতি শুধু কথার কথা।”
দিল্লির দূষণ এ বছর আরও ভয়াবহ আকার নিয়েছে। AQI ক্রমশ ‘গুরুতর’ মাত্রায় ঘোরাফেরা করছে। শিশু, বয়স্ক থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথা ঘোরা, অ্যালার্জি ও ফুসফুসের নানা সমস্যায়। এই অবস্থায় AAP-এর অভিযোগে রাজনৈতিক তাপমাত্রা আরও চড়েছে।
স্মগে ঢেকে দিল্লি, রাজনীতি উত্তপ্ত—AAP-এর নতুন অভিযোগে নতুন করে চাঞ্চল্য
দিল্লির ভয়াবহ বায়ুদূষণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন AAP মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর। তাঁর দাবি, পরিস্থিতি ‘জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থায়’ পৌঁছালেও কেন্দ্র কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি।
নিজস্ব সংবাদদাতা: দিল্লির ভয়াবহ দূষণ পরিস্থিতি নিয়ে ফের তীব্র আক্রমণ চালালেন আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর। তাঁর অভিযোগ, রাজধানীর বাতাস ধোঁয়াটে হয়ে মানুষের শ্বাস নিতে কষ্ট হলেও কেন্দ্রীয় সরকার নাকি এখনও কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। তাঁর ভাষায়, “এটা এখন আর শুধু দূষণ নয়—এটা জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা। তবুও কেন্দ্রীয় সরকার দায়িত্বশীল আচরণ করছে না।”
প্রিয়াঙ্কা কাক্কর বলেন, কেন্দ্র গত দশ মাস ধরে দিল্লিতে রয়েছে, কিন্তু এই সময়ে দূষণ সমস্যার বিরুদ্ধে একটি পদক্ষেপও নাকি তারা নেয়নি। তিনি দাবি করেন, এখনই উচিত ছিল NCR-এর সব মুখ্যমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকে দূষণ কমানোর রূপরেখা তৈরি করা। কিন্তু কেন্দ্রীয় সরকার নাকি কোনও উদ্যোগই দেখায়নি।
AAP মুখপাত্রের অভিযোগ আরও কঠোর—“এই সরকার মানুষের স্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করছে। তাই বারবার দিল্লির মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তারা বুঝে গিয়েছেন, সরকারের প্রতিশ্রুতি শুধু কথার কথা।”
দিল্লির দূষণ এ বছর আরও ভয়াবহ আকার নিয়েছে। AQI ক্রমশ ‘গুরুতর’ মাত্রায় ঘোরাফেরা করছে। শিশু, বয়স্ক থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথা ঘোরা, অ্যালার্জি ও ফুসফুসের নানা সমস্যায়। এই অবস্থায় AAP-এর অভিযোগে রাজনৈতিক তাপমাত্রা আরও চড়েছে।