/anm-bengali/media/post_banners/SZY4XjBtBSCT8OzNYAIo.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের মাঝেই আপ-কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এবার সেই নির্বাচন কমিশনকে নিয়েই প্রশ্ন তুলে দিলেন আপ নেতা তথা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ।
এদিন তিনি বলেন, “কয়েক মাস আগে, সুপ্রিম কোর্ট একটি সিদ্ধান্ত দিয়েছে যে কীভাবে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে। তারা বলেছিল যে CJI, PM এবং LoP সিদ্ধান্ত নেবে। কিন্তু বিজেপি তা উল্টে দিয়েছে। কেন্দ্রীয় সরকার তাদের সুবিধা মতো কাউকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করতেই পারে। যখন এই অবস্থা, তখন আপনি প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে আর কী আশা করবেন? দ্বিতীয়ত, বিজেপি তার পোস্টে যে ধরনের ভাষা ব্যবহার করে এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সম্পর্কে অবমাননাকর কথা বলে তা অতুলনীয়। আশ্চর্যজনকভাবে, নির্বাচন কমিশন বিজেপির পোস্ট এবং টুইটগুলি দেখতেই পায় না। তাই সহজেই বোঝা যায় নির্বাচন কমিশনের ভূমিকা কতোটা জোরালো!”
#WATCH | On EC's notice to AAP, Delhi Health Minister Saurabh Bharadwaj says, "A few months back, Supreme Court gave a decision that how the Chief Election Commissioner will be appointed. They said that CJI, PM and LoP will decide that. But they overturned the Supreme Court… pic.twitter.com/tC2BdFln42
— ANI (@ANI) November 16, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us