/anm-bengali/media/media_files/e2iS0eCuZ5MCho0AF72f.webp)
নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের আকাশে ড্রোন উড়ে বেড়াচ্ছে, আর তা গিয়ে উঁকি মারছে এক রাজনৈতিক নেতার বাড়ির জানলায়! এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী)-এর নেতা আদিত্য ঠাকরে।
রবিবার সকালে নিজের বাসভবনের সামনে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখেন তিনি। আদিত্যর দাবি, ড্রোনটি তাঁর বাড়ির দিকেই মুখ করে ‘পিপিং’ করছিল, অর্থাৎ ঘরের ভেতরে উঁকি মারছিল। হঠাৎ কেউ তা লক্ষ্য করতেই ড্রোনটি দ্রুত উড়ে পালায়।
ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় মুম্বই জুড়ে। পরে মুম্বই মেট্রোপলিটন রিজন ডেভেলপমেন্ট অথরিটি (MMRDA) জানায়, ওই ড্রোনটি নাকি ব্যান্ড্রা কুরলা কমপ্লেক্স (BKC)-এর এক সার্ভে প্রজেক্টের অংশ, যা মুম্বই পুলিশের অনুমতি নিয়ে পরিচালিত হচ্ছিল।
কিন্তু তাতে সন্তুষ্ট নন আদিত্য ঠাকরে। তিনি এক্স (টুইটার)-এ লেখেন, “আজ সকালে আমাদের বাড়ির জানলায় উঁকি মারছিল এক ড্রোন। পরে MMRDA বলছে, এটা নাকি বিকেসির সার্ভের জন্য, পুলিশের অনুমতি নিয়ে! কিন্তু প্রশ্ন হল—কোন সার্ভে মানুষের বাড়ির ভিতর উঁকি দিতে বলে? আর যখন ধরা পড়ল, তখন পালিয়ে গেল কেন?”
🚨 A drone was caught peeping into our residence this morning and when the media learnt about it, the @MMRDAOfficial is saying it was a survey being done for BKC with permission of the Mumbai Police.
— Aaditya Thackeray (@AUThackeray) November 9, 2025
Okay.
⚠️ What survey allows you to peep inside homes and fly out quickly when…
তিনি আরও প্রশ্ন তোলেন, “বাসিন্দাদের আগে থেকে কেন জানানো হয়নি? বিকেসির সার্ভে হচ্ছে, না কি শুধুই আমাদের বাড়ির উপর নজরদারি করা হচ্ছে?”
এ ঘটনায় প্রশাসন এখনও কোনও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। তবে ঠাকরে পরিবারের নিরাপত্তা ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। শিবসেনা (ইউবিটি)-র দাবি, ঘটনাটি শুধুমাত্র ড্রোন সার্ভে নয়—এর পেছনে থাকতে পারে রাজনৈতিক উদ্দেশ্য।
উল্লেখ্য, আদিত্য ঠাকরে বর্তমানে উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম মুখ এবং রাজ্য রাজনীতিতে অন্যতম তরুণ নেতা। তাঁর এই অভিযোগ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us