জন্ম শংসাপত্র হিসেবে আর গ্রাহ্য হবে না আধার কার্ড ! উত্তর প্রদেশ সরকারের কড়া নির্দেশ

কেন এই সিদ্ধান্ত ?

author-image
Debjit Biswas
New Update
masked-aadhar-card-142514447-16x9_0

নিজস্ব সংবাদদাতা : জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে বড়সড় প্রশাসনিক পরিবর্তন আনল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের পরিকল্পনা বিভাগ (Planning Department) এক নির্বাহী আদেশ জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এখন থেকে সরকারি কাজকর্মে আধার কার্ডকে জন্ম শংসাপত্র বা জন্ম তারিখের প্রমাণ হিসেবে বিবেচনা করা হবে না।

এই নির্দেশিকার ফলে সরকারি নিয়োগ, পদোন্নতি, পরিষেবা রেকর্ড সংশোধন, বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রে আধার কার্ডের গ্রহণযোগ্যতা সীমিত করা হলো।

yogi

পরিকল্পনা বিভাগের বিশেষ সচিব অমিত সিং বনসাল রাজ্য সরকারে সমস্ত বিভাগের প্রধান সচিব ও অতিরিক্ত মুখ্য সচিবদের কাছে এই নির্দেশ জারি করেছেন। নির্দেশে বলা হয়েছে,''আধার কার্ডের সঙ্গে কোনো জন্ম শংসাপত্র সংযুক্ত থাকে না। এটি শুধুমাত্র একটি পরিচয়ের প্রমাণপত্র (Proof of Identity), তাই এটিকে জন্ম শংসাপত্র বা জন্ম তারিখের প্রামাণিক নথি হিসেবে বিবেচনা করা যেতে পারে না।"