কী করবেন

দেশে এই মুহূর্তে প্রত্যেক নাগরিকের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হল তাঁর আধার কার্ড। বর্তমান যুগে আসলে এই আধার কার্ড (Aadhaar) ছাড়া মানুষের জীবন কার্যত অচল। ছোট থেকে বড়, যে কোনও কাজেই আধার কার্ড থাকা বাধ্যতামূলক। আচমকা শোনা যাচ্ছে অনেকেরই আধার কার্ড বাতিলের চিঠি আসছে। কিন্তু কেন? তার পিছনে কারণ কী? কিম্বা ধরুন আপনার কাছেই এল সেই অভিঘাত যে চিঠিতে লেখা আছে আপনার আধার কার্ডটি বাতিল হয়ে গিয়েছে। কী করবেন?

কার্ডটি চালু করতে হলে সবার আগে টোল ফ্রি নম্বরে ফোন করতে বলেছে

আপনাকে কার্ডটি চালু করতে হলে সবার আগে টোল ফ্রি নম্বরে ফোন করতে বলেছে UIDAI। আধার সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের ওই টোল ফ্রি নম্বরটি হল 1947। ই ধরনের ঘটনায় গ্রাহকদের অবিলম্বে বাড়ি সংলগ্ন আধার সংশোধন কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে বলা হয়েছে। আর সেখানেই সেখানে গিয়ে আধার তথ্য আপডেট করতে হবে তাঁদের।