চাইবাসায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক শীর্ষ নকশাল

চাইবাসা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের চাইবাসায় নিরাপত্তা বাহিনীর অভিযানে এক শীর্ষ নকশাল নিহত হয়েছে। জেলা পুলিশ ও সিওবিআরএ (COBRA) ব্যাটালিয়নের যৌথ বাহিনী এই অভিযানে অংশ নেয়। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে একটি এসএলআর রাইফেলসহ একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র ও আইজি (অপারেশনস) মাইকেলরাজ এস জানান, “অভিযান চলাকালীন এক নকশাল নিহত হয়েছে। এলাকা এখনও ঘেরাও করে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।”

সূত্র অনুযায়ী, এলাকায় আরও কিছু নকশালের উপস্থিতির খবর পেয়েছে নিরাপত্তা বাহিনী। সেই কারণে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের নিরাপত্তার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী দাবি করেছে, নিহত নকশাল দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিল এবং একাধিক নাশকতার সঙ্গে জড়িত। তার মৃত্যু নকশালবাদী নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা বলে মনে করছে প্রশাসন।

স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই গ্রামবাসীদের সতর্ক থাকতে অনুরোধ করেছে এবং সন্দেহজনক কোনো কিছু নজরে এলে দ্রুত জানাতে বলেছে।