New Update
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের সিংরাউলি জেলায় গভীর কুয়ায় পড়ে গেল তিন বছরের এক শিশু। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। সিংগ্রাউলি এসপি নিবেদিতা গুপ্তা বলেছেন, "বরগাওয়ান থানার অন্তর্গত কাসার গ্রামে, সৌম্য শাহ নামে একটি তিন বছরের শিশু তার ভুট্টার ক্ষেতে একটি ছাগল নিয়ে খেলছিল। সেখানে গভীর কুয়ো ঢেকে রাখা ছিল। বৃষ্টির জলে গর্তটি ভেঙে পড়ে। আমরা এখন ম্যানুয়ালি মেয়েটির কাছে পৌঁছানোর চেষ্টা করছি।"
VIDEO | A 3-year-old girl fell into a borewell in Singrauli district of Madhya Pardesh. Rescue operation underway.
— Press Trust of India (@PTI_News) July 29, 2024
"In Kasar village under Bargawan police station, a 3-year-old girl, Soumya Shah, was playing with a goat in her cornfield. In that field, there was an 8-9-year-old… pic.twitter.com/ycDfaEcp4C