New Update
/anm-bengali/media/media_files/JXoDly7KlneRP7ZqLSTG.jpg)
নিজস্ব প্রতিনিধি, কোয়েম্বাটোরঃ তামিলনাড়ু ক্যাডারের এক সিনিয়র আইপিএস অফিসার (IPS Officer) শুক্রবার সকালে আত্মহত্যা করেছেন। কোয়েম্বাটুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সি বিজয়কুমার কোয়েম্বাটোরে তাঁর ক্যাম্প অফিসে নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করেন বলে অভিযোগ। কিন্তু একজন সৎ অফিসার হিসেবে পরিচিত বিজয়কুমার কেন আত্মহত্যা করলেন? উঠছে একাধিক প্রশ্ন। এই আইপিএস অফিসার সকালে তার প্রথাগত জগিং করতে বেরিয়েছিলেন এবং সকাল ৭ টার দিকে নিজের ক্যাম্প অফিসে ফিরে এসে নিজেকে গুলি করেন বলে খবর। এরপরেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সি বিজয়কুমারকে নিয়ে হাসপাতালে ছুটে যান। তবে ততক্ষণে সব শেষ গিয়েছে। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই আইপিএস অফিসারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us