ভারতে সাত বছর ধরে 'গুপ্ত জীবন'! গোকর্ণ পাহাড়ে গুহায় মিলল রাশিয়ান মা ও দুই শিশু! পুলিশ উদ্ধার করতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য!

গত সাত বছর ধরে রাশিয়ার এক মহিলা তাঁর সন্তানদের নিয়ে গোপনে জীবনযাপন করছিলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
russian woman

নিজস্ব সংবাদদাতা: ভারতে পা রেখেছিলেন এক ব্যবসায়িক ভিসায়। সেই ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও দেশে ফেরেননি। বরং দীর্ঘ সাত বছর ধরে এদেশেই কাটিয়ে দিচ্ছিলেন দিন। সম্প্রতি সেই রাশিয়ান নারী এবং তাঁর দুই শিশুকন্যাকে উদ্ধার করেছে কর্ণাটকের গোকর্ণ পুলিশ, গোকর্ণ পাহাড়ের একটি গুহা থেকে! এমন অপ্রত্যাশিত ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে প্রশাসন থেকে সাধারণ মানুষের মধ্যে।

এই রাশিয়ান মাহিলার নাম নিনা কুটিন। জানা গিয়েছে, ২০১৬ সালের অক্টোবর মাসে তিনি ভারতে আসেন একটি ব্যবসায়িক ভিসায়। এরপর গোয়ার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত। কিন্তু ভিসার মেয়াদ শেষ হলেও তিনি দেশে ফিরে যাননি। বরং একবার নেপাল ঘুরে আবার ফিরে আসেন গোয়ায়। গত এক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন।

কয়েকদিন আগে আচমকাই দুই শিশুকন্যাকে নিয়ে তিনি পৌঁছান গোকর্ণে। গোকর্ণের প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে পড়েছিলেন আগেই। এমনকি পাহাড়ে থাকা এক গুহার অবস্থানও তাঁর জানা ছিল। সেই গুহাতেই এবার বাসা বাঁধেন তিনি এবং তাঁর সন্তানরা। তবে তাঁদের এই আশ্রয়স্থল একেবারেই নিরাপদ ছিল না। কয়েকদিন আগেই ওই অঞ্চলে ধস নেমেছিল। সেই সময় নিয়মিত টহলের সময় পুলিশের চোখে পড়ে গুহার ভেতর আশ্রয় নেওয়া ওই পরিবার।\

Arrest

গোকর্ণ থানার ইন্সপেক্টর শ্রীধরের নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় কুটিন ও তাঁর দুই মেয়েকে। প্রাথমিকভাবে তাঁদের রাখা হয় কারওয়ারের এক স্থানীয় এনজিও-তে। পরে তাঁদের স্থানান্তর করা হয় এক মহিলা নিরাপত্তা কেন্দ্রে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার তাঁদের পাঠানো হবে বেঙ্গালুরুর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (FRRO)। সেখানেই কাগজপত্র খতিয়ে দেখে ঠিক হবে তাঁদের ভবিষ্যত কী।

এতদিন ধরে ভিসা ছাড়াই কীভাবে ভারতে অবস্থান করছিলেন, কীভাবে ঘুরে বেড়াচ্ছিলেন দেশের মধ্যে, শিশুদের নিয়ে পাহাড়ি গুহায় থাকা—এই সব প্রশ্ন ঘিরে তীব্র কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের অন্দরে।