নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে এল বাস,পিষে দিল ৯ বছরের শিশুকে ! দেখুন হাড়হিম করা ভিডিও

কোথায় ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
New Update
Accident

নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের নাসিক জেলার সিন্নার বাস স্ট্যান্ডে গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গতকাল একটি মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (MSRTC) বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি প্ল্যাটফর্মে উঠে এলে,ওই বাসের ধাক্কায়  ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আরও দুই থেকে তিনজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার এই ভয়াবহ মুহূর্তটি সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল, ১৯ নভেম্বর, সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। বাসটি সিন্নার বাস স্ট্যান্ডের প্ল্যাটফর্মে প্রবেশ করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের মতে, বাসের ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এবং বাসটি সরাসরি অপেক্ষারত যাত্রীদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

bus accident

নিহত শিশুটির নাম আদর্শ বোরাডে। আদর্শ তার মা গৌরী বোরাডে-সহ পরিবারের সঙ্গে তীর্থযাত্রা শেষে গ্রামে ফিরছিল। গুরুতর আহত অবস্থায় আদর্শকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। আহতদের মধ্যে আদর্শের মা-সহ আরও দুই যাত্রী রয়েছেন।