New Update
/anm-bengali/media/media_files/aTKFbzCJ7EqQWIvmLAN8.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা মাশরাকুলও করোমন্ডল এক্সপ্রেসে (Odisha Train Accident) মৃত্যুর শিকার হন। ৩২ বছর বয়সী মাশরাকুলও পরিবার চালানোর উদ্দেশ্যে অর্থ উপার্জনের জন্য চেন্নাই যাচ্ছিলেন। শুক্রবার রাতে দুর্ঘটনার খবর এলে মাশরাকুলের পরিবার দুশ্চিন্তায় ঘেরা দুই চোখের পাতা এক করতে পারেননি। তবুও আশা করে ছিলেন ছেলে ঠিক বাড়ি ফিরে আসবে। সকাল হতে না হতেই আশা ভঙ্গ। যখন পরিবার জানতে পারে যে তাদের ছেলে আর ফিরে আসবে না। মাশরাকুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারে রয়েছেন মা, বাবা, স্ত্রী ও ছয় বছরের এক ছেলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us