নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর তিরুভন্নামালাই জেলার অন্নামালাই মন্দিরে এক ব্যক্তি মন্দির চত্বরেই আমিষ খাদ্য খাওয়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে মন্দিরের ‘ফোর্থ প্রহারাম’ নামক বাইরের আঙিনায়। ভক্তরা দেখেন, এক ব্যক্তি বসে কিছু খাচ্ছেন। তাঁরা মন্দির কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে খবর দেন।
মন্দির আধিকারিকরা গিয়ে তাকে জিজ্ঞেস করলে, ওই ব্যক্তি জানান, তিনি ‘কুসকা’ (সাদা বিরিয়ানি) অর্ডার করেছিলেন, কিন্তু ভুলবশত তার সঙ্গে একটি মুরগির টুকরো চলে এসেছে।
/anm-bengali/media/media_files/2025/06/10/6omxGIWsUcamC9585oiI.JPG)
কর্তৃপক্ষ তাঁকে খাবার প্যাক করতে বলেন এবং বিষয়টি জেলাপুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে।
উল্লেখযোগ্য, এর আগে জানুয়ারি মাসেও এমন একটি বিতর্কিত ঘটনা ঘটে। রামনাথপুরমের এমপি ও IUML নেতা নাভাস কানি-র বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি মাদুরাইয়ের থিরুপারাঙ্কুন্দ্রম মন্দির পাহাড়ে উঠে আমিষ খাবার খেয়েছেন।
এই ঘটনার তীব্র নিন্দা করেন তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতি কে. অন্নামালাই। তিনি বলেছিলেন, "হিন্দুরা শান্তিপ্রিয় জাতি। সেই পাহাড়ে উঠে এমপি সাহেব আমিষ খেলেন। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।" তিনি দাবি করেন, ওই এমপি-কে বরখাস্ত করা উচিত।