বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় সুবিশাল রঙের কারখানা, উদ্বধনে স্বয়ং মুখ্যমন্ত্রী

বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় সুবিশাল রঙের কারখানা গড়ে উঠেছে।

author-image
Aniket
New Update
WhatsApp Image 2025-10-07 at 21.39.06

নিজস্ব সংবাদদাতা: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায়, জাতীয় সড়কের পাশে আদিত্য বিড়লা সংস্থার সুবিশাল রঙের কারখানা গড়ে উঠেছে। বৃহস্পতিবার স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কারখানার উদ্বোধন হতে চলেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করা হয়েছে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের তরফে। এমনকি দলীয় মহলেও জোর তৎপরতা। কারণ, গত শুক্রবার (৩ অক্টোবর) স্বয়ং মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের একাধিক নেতাকে তাঁর খড়্গপুরে আসার সম্ভাবনার বিষয়টি জানিয়েছিলেন। তবে, মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয় প্রশাসনের তরফে। তারপরই মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

উল্লেখ্য, খড়্গপুর-২ নং ব্লকে (পিংলা বিধানসভার অন্তর্গত), জাতীয় সড়কের পাশে প্রায় ৮৬ একর জমিতে আদিত্য বিড়লা সংস্থার এই কারখানা গড়ে উঠেছে। প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে কারখানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই কারখানার উদ্বোধন হবে বলেও আশাবাদী সংস্থা। তবে, এখনও অবধি অফিসিয়ালি কেউই কিছু বলতে নারাজ। অপরদিকে, তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার দুই সভাপতি সুজয় হাজরা (মেদিনীপুর) ও অজিত মাইতি (ঘাটাল) জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে তাঁরাও আশাবাদী। সুজয় বলেন, "গত শুক্রবার মুখ্যমন্ত্রী স্বয়ং এই ইঙ্গিত দিয়েছিলেন আমাকে। মেদিনীপুরকে তিনি ভালোবাসেন বলেই বারবার এখানে আসতে চান।" অজিত বলেন, "এই বিষয়ে কথা চলছে।"