/anm-bengali/media/media_files/uc5QNI7LvoGGxNd8U5Yk.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রাণ প্রতিষ্ঠার দিন ঘরে ঘরে দীপাবলি পালন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যে দেশের সবকটি রেল স্টেশনে অকাল দীপাবলি পালন হবে বলে জানা যাচ্ছে। এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলিও দীপাবলি পালন করবে ঐ দিন।
শ্রীরামকে নিজের নিজের মত করে বরণ করে নেবে দেশের সবকটি রাজ্যই। সেরকমই ব্যবস্থাপনা দেখা গেল ওড়িশার ভদ্রকে। সেখানে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর বাসুদেবপুরে বড় আকারের মাটির দীপ জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। এই মুহুর্তে চলছে সেই প্রদীপ তৈরির শেষ মুহুর্তের কাজ। ২২ তারিখ প্রাণ প্রতিষ্ঠার পর থেকে সেই দীপ জ্বলবে সারাদিন ধরে।
#WATCH भद्रक, ओडिशा: श्री राम मंदिर प्राण प्रतिष्ठा समारोह के अवसर पर बासुदेवपुर में बड़े आकार की मिट्टी का दीपक जलाया जाएगा। दीपक बनाने का काम जारी है। pic.twitter.com/CYARrlXu28
— ANI_HindiNews (@AHindinews) January 20, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us