প্রবল হিংসা, পাথর ছোঁড়াছুঁড়ি, বুলডোজার দিয়ে প্রশাসন গুঁড়িয়ে দিল হোটেল

হরিয়ানার নুহে জেলা প্রশাসন সাহারা হোটেল ভেঙে ফেলল। এদিন এই হোটেলের ওপর চলল বুলডোজার। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সাহারা রেস্টুরেন্টটি অবৈধভাবে নির্মিত হয়েছিল।

author-image
SWETA MITRA
New Update
nuh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও শিরোনামে হিংসায় জর্জরিত থাকা হরিয়ানা (Haryana)। আজ ফের গুঁড়িয়ে দেওয়া হল এক ভবন। জানা গিয়েছে, নুহ শহরে একটি হোটেল-কাম-রেস্টুরেন্ট ভেঙে ফেলা হয়েছে। জেলা প্রশাসন বলেছে যে এটি অবৈধভাবে নির্মিত হয়েছিল এবং সাম্প্রতিক সহিংসতার সময় গুন্ডারা এখান থেকে পাথর ছুঁড়েছিল।