হোলির দিনে দুর্ঘটনা, বৈদ্যুতিক শকে আহত হয়ে হাসপাতালে ভর্তি এক পরিবার

হোলির দিনে ঘটে বড়সড় দুর্ঘটনা। এই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
bre

নিজস্ব সংবাদদাতাঃআজ হোলির উৎসবে মেতেছে সারা দেশ। হোলির এই আনন্দের উৎসবে ঘটে গেল বড় দুর্ঘটনা। পূর্ব দিল্লির পাণ্ডব নগর এলাকায় হোলি উদযাপনের পর হাইটেনশন তারে বৈদ্যুতিক শকে আহত হয়ে একই পরিবারের কয়েকজন সদস্যকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে।