ফের রক্তাক্ত পুলওয়ামা, মৃত্যুর কোলে ঢলে পড়লেন CRPF জওয়ান

শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই সিআরপিএফ জওয়ান মানসিক অবসাদে ভুগছিলেন। যদিও এহেন ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
SWETA MITRA
New Update
crpf.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল জম্মুকাশ্মীরে। জানা গিয়েছে,১২আগস্ট  রাত১টা৫৫মিনিটেসেলচেরসু'কাছেগোলাগুলিরশব্দশুনতে পাওয়া যায়। এদিকে গুলির শব্দ শুনে কয়েকজন সিআরপিএফ জওয়ান ছুটে আসেন। এরপর তাঁরা দেখেন,এফ১১২ ব্যাটেলিয়নের সিআরপিএফজওয়ানঅজয়কুমাররক্তাক্তঅবস্থায় পড়ে রয়েছেন। এরপর তড়িঘড়ি তাঁকেউদ্ধারকরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, ওই জওয়ানেরমৃত্যুরমূলকারণআত্মহত্যা। পুলওয়ামা জেলায় চেকপোস্ট পাহারা দেওয়ার সময় এক সিআরপিএফ জওয়ান নিজেকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।