ভূগর্ভস্থ কমান্ড পোস্ট থেকে সেনার তাণ্ডব! অপারেশন সিঁদুর সম্পর্কে এগুলো জানেন কী?

এক শীর্ষ সেনা আধিকারিক জানান, সীমান্তে শত্রু পক্ষের যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা।

author-image
Tamalika Chakraborty
New Update
army officer

নিজস্ব সংবাদদাতা: সীমান্তে শত্রুর যে কোনো আগ্রাসনের জবাবে ‘রক্তাক্ত ঘুষি’ দিতে প্রস্তুত ভারতীয় সেনা। এমনই হুঙ্কার শোনা গেল এক শীর্ষ সেনা আধিকারিকের কণ্ঠে। তিনি জানান, "শক্তিশালী পরিকাঠামো, কঠোর প্রশিক্ষণ এবং কৌশলগত প্রস্তুতির ফলে আমরা একদিকে যেমন নিয়ন্ত্রণ রেখা (LoC) রক্ষা করতে প্রস্তুত, তেমনই অনুপ্রবেশ বন্ধ নিশ্চিত করতে সম্পূর্ণ তৈরি।"

তিনি আরও বলেন, “শত্রুর যদি আবার আগ্রাসনের চেষ্টা থাকে, তবে আমরা অপারেশন সিঁদুরের মতো অভিযান চালিয়ে রক্তাক্ত জবাব দিতে পিছপা হব না। আগের অভিযানে দেখা গেছে, আমাদের সাধারণ ছোট অস্ত্রের গুলিতে পর্যন্ত শত্রুপক্ষ নিজেদের পোস্ট ফেলে পালিয়ে গেছে।”

Indian army

সেনা সূত্রে আরও জানানো হয়েছে, সাম্প্রতিক অভিযানে ব্যবহৃত প্রতিরক্ষা পরিকাঠামোর মধ্যে ছিল একটি ভূগর্ভস্থ কমান্ড পোস্ট, যেখান থেকে পুরো সেক্টরে অপারেশন সমন্বয় করে চালানো হয়।