/anm-bengali/media/media_files/fzGZSLJKKPH7eOZwpMi6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার সন্ধ্যার দিকে বৃষ্টি ও ঝড়ের কারণে উত্তরাখণ্ডের জওয়ালাপুর এলাকায় ২০০ বছরের পুরনো একটি গাছ ভেঙে পড়ে এবং বহু মানুষ গাছের নিচে চাপা পড়ে যায়। ঘটনার পর চারজনকে উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠানো হয়। হরিদ্বারের এসএসপি অজয় সিং জানিয়েছেন, চামগাদার তপুর কাছে গাছ চাপা পড়ে সোনিপতের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
Uttarakhand | Due to rain & storm, a 200-year-old tree fell in the Jwalapur area & many people got buried under it. All four people have been rescued & sent to a govt hospital. A tourist from Sonipat died after a tree fell on him near Chamgadar Tapu: Ajay Singh, SSP Haridwar… pic.twitter.com/nkPbPtOvoF
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 23, 2023
এই ঘটনার বিষয়ে হরিদ্বারের হারমিলাপ মিশন সরকারি হাসপাতালের ডাঃ আনাস জাহিদ বলেন, "পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ২ জনের মৃত্যু হয়েছে। এবং একজন রোগীকে এইমস ঋষিকেশে পাঠানো হয়েছে।"