আবার সংঘর্ষ! একের পর এক মৃত্যু মানুষের

আহতদের চিকিৎসার জন্য মণিপুরের রাজধানী ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের শরীরে কাটা দাগ দেখা গেছে। এই হিংসার কারণে রাজ্যে আবারও কারফিউ কঠোর করা হয়েছে। রাজ্যের কোণায় কোণায় নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
manipur imphal.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ফের অশান্ত হয়ে উঠল মণিপুর (Manipur) রাজ্য| জানা গিয়েছে, ইম্ফলপূর্বেরখামেনলোকএলাকায়আজবুধবার সকালেনতুনকরেহিংসায়  জননিহত১০জনআহতহয়েছে।পোস্টমর্টেমপ্রক্রিয়াচলছেবলে জানিয়েছেন ইম্ফল পূর্বের এসপিশিবকান্তসিং।  মণিপুরে হিংসায় এখনও পর্যন্ত ১১৫ জন প্রাণ হারিয়েছেন। গত ৩ মে থেকে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে যে হিংসা ছড়িয়ে পড়েছে তা এখনও থামেনি। প্রায় দেড় মাস ধরে উত্তর-পূর্বের এই রাজ্যে হিংসার ঘটনা ঘটেই চলেছে। এদিকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একাধিক বৈঠকের পরেও বিষয়টি নিষ্পত্তি হচ্ছে বলে মনে হচ্ছে না।