New Update
/anm-bengali/media/media_files/BSpKqDXXohusyqX5S8qq.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ফের অশান্ত হয়ে উঠল মণিপুর (Manipur) রাজ্য| জানা গিয়েছে, ইম্ফলপূর্বেরখামেনলোকএলাকায়আজবুধবার সকালেনতুনকরেহিংসায় ৯জননিহতও১০জনআহতহয়েছে।পোস্টমর্টেমপ্রক্রিয়াচলছেবলে জানিয়েছেন ইম্ফল পূর্বের এসপিশিবকান্তসিং। মণিপুরে হিংসায় এখনও পর্যন্ত ১১৫ জন প্রাণ হারিয়েছেন। গত ৩ মে থেকে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে যে হিংসা ছড়িয়ে পড়েছে তা এখনও থামেনি। প্রায় দেড় মাস ধরে উত্তর-পূর্বের এই রাজ্যে হিংসার ঘটনা ঘটেই চলেছে। এদিকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একাধিক বৈঠকের পরেও বিষয়টি নিষ্পত্তি হচ্ছে বলে মনে হচ্ছে না।
Manipur | 9 people have been killed and 10 others injured in fresh violence this morning in Khamenlok area, Imphal East. Postmortem procedure underway: Shivkanta Singh, SP Imphal East
— ANI (@ANI) June 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us