BREAKING: ৮৫ জনকে ভর্তি করা হল হাসপাতালে!

কী ঘটেছিল তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর মাদুরাইতে খাদ্যে বিষক্রিয়ার কারণে ৮৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্শ্ববর্তী বিরুধুনগর জেলার একটি মন্দিরের উৎসবে খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটে। তবে সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। আরও কয়েকজনকে বিরুধুনগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে। সরকারি রাজাজি হাসপাতালের ডিন দিলেন এই তথ্য। 

1 Photos of Government Rajaji Hospital in Palamedu, Madurai - Justdial