/anm-bengali/media/media_files/2024/11/23/YlIKUFvlWJyZIqw8GuIV.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিহারের ভোটার তালিকা ঘিরে জটিলতা ও উদ্বেগ তুঙ্গে। মাত্র এক সপ্তাহ বাকি বিশেষ ও নিবিড় ভোটার সমীক্ষার শেষ হতে। অথচ এখনও পর্যন্ত প্রায় ৭৩ লক্ষ ভোটারের হদিশ নেই, যা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন সহ রাজ্যের রাজনৈতিক মহল।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই ৭৩ লক্ষ ভোটারের মধ্যে ২৯ লক্ষের নাম থাকা সত্ত্বেও ফর্ম জমা পড়েনি, আর বাকি ৪৩ লক্ষ ৯৩ হাজার জনের বাড়ির ঠিকানাতেও খোঁজ মেলেনি তাঁদের।
বিহারের ১২টি প্রধান রাজনৈতিক দলের কাছে ২৯ লক্ষ ভোটারের তথ্য সম্বলিত তালিকা পাঠিয়েছে কমিশন। বলা হয়েছে, Enumeration Form না জমা দেওয়ায় তাঁদের পরিচয় যাচাই সম্ভব হয়নি। এদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলগুলোর জেলা সভাপতি ও কর্মীদের মাধ্যমে এই ভোটারদের সঙ্গে যোগাযোগ করার আর্জি জানানো হয়েছে। কমিশনের সহায়ক হিসেবে কাজ করবেন দেড় লক্ষ বুথ লেভেল এজেন্ট (BLA)।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/4RbIC5t5UFQPCjI3lear.jpg)
সবচেয়ে বড় আশঙ্কার জায়গা ৪৩ লক্ষ ভোটারদের ঘিরে। বুথ লেভেল অফিসাররা তাঁদের প্রদত্ত ঠিকানায় গিয়ে তাঁদের খুঁজে পাননি। কোথায় আছেন তাঁরা, আদৌ সেই ঠিকানায় বাস করেন কি না, কোনও তথ্যই মেলেনি।
কমিশনের মতে, ২৫ জুলাইয়ের মধ্যে যদি তাঁদের খোঁজ না মেলে, তাহলে বাধ্য হয়েই তাঁদের নাম বাদ দিতে হবে তালিকা থেকে।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ২৫ জুলাইয়ের মধ্যেই বিশেষ সমীক্ষা শেষ করে, পয়লা আগস্ট প্রকাশিত হবে একটি খসড়া ভোটার তালিকা। তবে সেই তালিকায় এই ৭৩ লক্ষের জায়গা মিলবে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us