/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: শীতকালীন অধিবেশনকে কেন্দ্র করে আজ গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন লোকসভা স্পিকার ওম বিরলা। ANI–র প্রশ্নের উত্তরে তিনি জানান, ১৮তম লোকসভার ৬ষ্ঠ সেশন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। মোট ১৫ কার্যদিবসের এই অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল ও জনস্বার্থ-সম্পর্কিত ইস্যুগুলিতে আলোচনা হওয়ার কথা।
স্পিকার বলেন,
“আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলব যাতে হাউস সুশৃঙ্খলভাবে চলতে পারে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংসদের কার্যক্রম থামিয়ে দেওয়া গণতান্ত্রিক চর্চার জন্য ভালো নয়।”
/anm-bengali/media/post_attachments/fc4080ae-d14.png)
তিনি জানান, গণতন্ত্রে প্রতিবাদের জন্য অন্যান্য উপযুক্ত প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু সংসদে জনগণের আশা-আকাঙ্ক্ষা, উদ্বেগ, বিভিন্ন বিষয় ও বিল নিয়ে গঠনমূলক সংলাপই হওয়া উচিত। বিরলার ভাষায়,
“সংসদ আলোচনা ও সংলাপের জায়গা। আমরা গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করতে বদ্ধপরিকর।”
শীতকালীন অধিবেশনের আগে স্পিকারের এই বার্তায় স্পষ্ট—তিনি চান সংসদে সুস্থ আলোচনা হোক এবং রাজনৈতিক দলগুলি দায়িত্বশীল আচরণ করুক।
#WATCH | Kohima, Nagaland: Replying to ANI's question, regarding Winter Session of the Parliament, Lok Sabha Speaker Om Birla says, "The 6th session of the 18th Lok Sabha will be organised from 1 December to 19 December, comprising 15 days of the House... We will try to discuss… pic.twitter.com/1wTgzpSwY8
— ANI (@ANI) November 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us