“৬ষ্ঠ সেশন ১ থেকে ১৯ ডিসেম্বর”— সংসদের শীতকালীন অধিবেশনের ঘোষণা স্পিকার ওম বিরলার

“চলছে উদ্বিগ্ন: হাউসকে নিয়মিত ভাবে কাজ করাতে পারছিল না প্রতিবন্ধকতা”।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: শীতকালীন অধিবেশনকে কেন্দ্র করে আজ গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন লোকসভা স্পিকার ওম বিরলা। ANI–র প্রশ্নের উত্তরে তিনি জানান, ১৮তম লোকসভার ৬ষ্ঠ সেশন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। মোট ১৫ কার্যদিবসের এই অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল ও জনস্বার্থ-সম্পর্কিত ইস্যুগুলিতে আলোচনা হওয়ার কথা।
স্পিকার বলেন,
“আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলব যাতে হাউস সুশৃঙ্খলভাবে চলতে পারে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংসদের কার্যক্রম থামিয়ে দেওয়া গণতান্ত্রিক চর্চার জন্য ভালো নয়।”


তিনি জানান, গণতন্ত্রে প্রতিবাদের জন্য অন্যান্য উপযুক্ত প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু সংসদে জনগণের আশা-আকাঙ্ক্ষা, উদ্বেগ, বিভিন্ন বিষয় ও বিল নিয়ে গঠনমূলক সংলাপই হওয়া উচিত। বিরলার ভাষায়,
“সংসদ আলোচনা ও সংলাপের জায়গা। আমরা গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করতে বদ্ধপরিকর।”
শীতকালীন অধিবেশনের আগে স্পিকারের এই বার্তায় স্পষ্ট—তিনি চান সংসদে সুস্থ আলোচনা হোক এবং রাজনৈতিক দলগুলি দায়িত্বশীল আচরণ করুক।