কেড়ে নেওয়া হয়েছিল ফোন,দেওয়া হতো না মাইনে ! চাকরির মিথ্যা প্রতিশ্রুতির জালে জড়িয়ে পড়েন ৬২ জন যুবক

কি ঘটলো ঝাড়খণ্ডে ?

author-image
Debjit Biswas
New Update
crime scene

নিজস্ব সংবাদদাতা : চাকরি ও প্রশিক্ষণের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৬২ জন যুবককে অবৈধভাবে আটকে রেখেছিল ঝাড়খণ্ডের একটি বেসরকারি সংস্থা। এরপর ঝাড়খণ্ড পুলিশ আজ শনিবার একটি বিশেষ অভিযান চালিয়ে ওই যুবকদের উদ্ধার করে এবং এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। এই বিষয়ে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন যে,''একটি গোপন সূত্রের মাধ্যমে আমরা খবর পাই যে, একটি বেসরকারি সংস্থা রাঁচির কাছে একটি বিল্ডিংয়ে কিছু যুবককে জোর করে আটকে রেখেছে। এরপর আমাদের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।''

Arrest

অভিযান চলাকালীন পুলিশ দেখতে পায় যে ওই যুবকদের বাইরের জগতের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে দেওয়া হচ্ছিল না। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল এবং দিনের বেশিরভাগ সময় তারা ওই সংস্থার কাজ করতেই বাধ্য ছিল। যুবকদের অভিযোগ,তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, প্রশিক্ষণের পর তাদের ভালো বেতনের চাকরি দেওয়া হবে, কিন্তু পরে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং তাদের কাজ করতে বাধ্য করা হয়।