৬ বছরের শিশুকন্যার ধর্ষণে উত্তাল মধ্যপ্রদেশ ! পুলিশের গাড়ি থেকে পালানোর সময় গুলি খেল অভিযুক্ত সালমান

কি ঘটলো মধ্যপ্রদেশে ?

author-image
Debjit Biswas
New Update
child-rape

নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশের গওহরগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে আজ গ্রেপ্তার করা হয় সালমান নামের এক যুবককে। কিন্তু গ্রেপ্তার হওয়া ওই অভিযুক্ত পুলিশের হেফাজত থেকে ফের পালানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মূলত  পুলিশের গাড়ি বিকল হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত সালমান এবং পরে পুলিশের পাল্টা গুলিতে আহত হয়।

Police

রাইসেনের এসপি (পুলিশ সুপার) অশ্বতুষ গুপ্তা এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে বলেছেন যে,''গওহরগঞ্জের ঘটনায় অভিযুক্ত সালমানকে গান্ধীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে রাইসেনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ভোজপুরের কাছে কিরাত নগর গ্রামে পৌঁছলে পুলিশের গাড়িটি আকস্মিকভাবে বিকল হয়ে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে অভিযুক্ত সালমান। সালমান এক সাব-ইন্সপেক্টরের বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশের দিকে গুলি চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে সালমানের পায়ে গুলি লাগে। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত ভোপালের জয় প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"