জীবন্ত ঝলসে গেল ৬ জন! বন্ধ ট্রেন

রেলের ২৫ হাজার ভোল্টের ওভারহেড তারে কাজ চলার সময়ে আচমকাই ঘটে গেল দুর্ঘটনা। এর ফলে হাওড়া-নয়াদিল্লি রেলরুটে বন্ধ করে দিতে হয়েছে ট্রেন চলাচল পরিষেবা।

New Update
train (1)

নিজস্ব সংবাদদাতা: রেলের ওভারহেড তারে কাজ করতে গিয়ে ঝলসে গেলেন ৬ জনের। সোমবারের এই ঘটনার জেরে আচমকাই থমকে গেল হাওড়া-নয়াদিল্লি রুটের ট্রেন পরিষেবা। বন্ধ হয়ে যায় স্থানীয় স্টেশনগুলো তে লোকাল ট্রেন চলাচলও।

সোমবার দুপুরে কাতরাসের ধানবাদ রেলওয়ে ডিভিশনের নিচিতপুর রেলগেটের কাছে এই ঘটনাটি ঘটে। হাওড়া-নয়াদিল্লি রেলরুটে ধানবাদ এবং গোমোর মাঝামাঝি এই নিচিতপুর গেটে ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের তারে সকাল থেকে কাজ করছিলেন বিদ্যুৎকর্মীরা। দুর্ঘটনাবশত হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেলেন ৬ জন। আহতও হয়েছেন অনেকে। কালকা থেকে হাওড়াগামী ডাউন নেতাজি এক্সপ্রেস তেঁতুলমারি স্টেশনে আটকে গেছে। আবার হাওড়া থেকে বিকানেরগামী প্রতাপ এক্সপ্রেসও ধানবাদ স্টেশনে থেমে গেছে। আপাতত ওই রুটে রেল চলাচল বন্ধ।