নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ ভদ্রদ্রি কোঠাগুদেম জেলা সুপার রোহিত রাজ জানিয়েছেন, আজ সকালে তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুদেম জেলায় পুলিশ ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, তেলেঙ্গানার ভদ্রদি কোঠাগুদেম জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ মাওবাদী নিহত ও দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।