৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন সূর্য কান্ত

১ নম্বর আদালতে তার ভূমিকার দায়িত্ব গ্রহণ শুরু করেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1756471-cji-surya-kant

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতের ৫৩তম প্রধান বিচারপতি (সিজেআই) সূর্য কান্ত আজ গ্রহণ করলেন নিজের দায়িত্বভার। সুপ্রিম কোর্টের ১ নম্বর আদালতে তার ভূমিকার দায়িত্ব গ্রহণ শুরু করেন তিনি।

আদালত কক্ষে উপস্থিত আইনজীবীরা নতুন প্রধান বিচারপতি সূর্য কান্তকে স্বাগত জানান এবং অভিনন্দন জানান। যখন তিনি সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন, বিচারপতি জয়মাল্য বাগচী এবং অতুল এস. চান্দুরকর বেঞ্চে ছিলেন।

G6gSs-bbkAA_3lf