/anm-bengali/media/media_files/2025/05/25/PYUtOcbYjJw8GsuQzwu7.png)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের ধর জেলায় ঘটলো ভয়াবহ ঘটনা। মায়ের চোখের সামনে নৃশংসভাবে খুন হলো মাত্র পাঁচ বছরের এক শিশু। শুক্রবার বিকাশ নামে ওই শিশুটি নিজের বাড়িতে মায়ের সঙ্গে ছিল। হঠাৎই মোটরবাইকে চড়ে এক যুবক বাড়িতে ঢুকে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম মহেশ (২৫)। সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং ঘরে থাকা ধারালো কাস্তে জাতীয় অস্ত্র দিয়ে শিশুর গলা কেটে ফেলে। মুহূর্তের মধ্যেই শিশুর দেহ আলাদা হয়ে যায় মাথা থেকে। শুধু তাই নয়, অভিযুক্ত শিশুর কাঁধেও আঘাত করে, ফলে দেহ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়।
অভিযুক্তকে পরিবারের কেউ চিনত না। ধারণা করা হচ্ছে, যুবকটি মানসিকভাবে অসুস্থ ছিল।
শিশুর মা ভয়ে ও শোকে অচেতন হয়ে পড়েন। ঘটনার পর যখন অভিযুক্ত পালানোর চেষ্টা করে, তখন স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং প্রচণ্ড মারধর করে। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us