রায়গড়ের ঘাটে নিখোঁজ ৫, দেহ উদ্ধার একজনের

ছয় পর্যটক পুনে থেকে কোঙ্কনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের রায়গড়ের তামহিনী ঘাটে গত ১৭ ও ১৮ নভেম্বর রাতে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। তারপর থেকেই চলছিল গাড়ির ভিতরে থাকা যাত্রীদের তল্লাশি। আজ তাঁদের মধ্যেই এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হল। পাঁচজনের মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ।

যা জানা যাচ্ছে, ১৭ নভেম্বর মধ্যরাতে ছয় পর্যটক পুনে থেকে কোঙ্কনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দিনের বেলায় তাদের ফোনে কোনও উত্তর না পাওয়ার পর ১৮ নভেম্বর তাদের খোঁজ শুরু হয়। পুনের উত্তম নগর থানা এবং মানগাঁও থানায় ৬ জনের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়। তামহিনী ঘাটে তাদের শেষ অবস্থান খুঁজে পাওয়ার পর, ড্রোন দিয়ে অনুসন্ধান অভিযান শুরু করা হয়। এরপরই তাদের গাড়ি এবং মৃতদেহ দেখা যায়। এখনও পর্যন্ত খাদ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেই জানা যাচ্ছে।