/anm-bengali/media/media_files/2025/04/29/KVhOyyk34SUv0CrvwD8G.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই বড়সড় সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। জঙ্গি হানার আশঙ্কায় রাজ্যের ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পহেলগাঁওয়ের মতো আরও কয়েকটি জনপ্রিয় স্থানে সন্ত্রাসবাদীদের বড়সড় হামলার পরিকল্পনা রয়েছে।
তবে শুধু জম্মু-কাশ্মীর নয়, এর প্রভাব পড়েছে শ্রীনগরেও। সেখানকার বহু পর্যটন স্থল, এমনকি হোটেল-রেস্তোঁরাও আপাতত বন্ধ করা হয়েছে যেকোনও রকম বড় বিপদ এড়াতে। যেমন শ্রীনগরের মধ্যে রয়েছে -
জামিয়া মসজিদ
বাদামওয়ারী
রাজোরি কদল হোটেল, কনৌজ
আলি কদল জেজে ফুড রেস্তোরাঁ
আইভরি হোটেল গ্যান্ডটাল (থিড)
পদশাপাল রিসোর্টস অ্যান্ড রেস্তোরাঁ (ফকির গুজরি)
চেরি ট্রি রিসোর্ট (ফকির গুজরী)
/anm-bengali/media/media_files/2025/04/23/1000192485-996246.jpg)
নর্থ ক্লিফ ক্যাফে অ্যান্ড রিট্রিট (আস্তানমার্গ প্যারাগ্লাইডিং পয়েন্ট)
ফরেস্ট হিল কটেজ (আস্তান মহল্লা, দারা)
ইকো ভিলেজ রিসোর্ট (দারা)
আস্তানমার্গ ভিউ পয়েন্ট
আস্তানমার্গ প্যারাগ্লাইডিং স্পট
মামনেথ ও মহাদেব পাহাড় (ফকির গুজরি হয়ে)
বৌদ্ধ মঠ, হারওয়ান
দাচিগাম – বিয়ন্ড ট্রাউট ফার্ম/ফিশারিজ ফার্ম
আস্তানপোরা (বিশেষ করে কেয়াম গাহ রিসোর্ট)
কাশ্মীরের পর্যটনশিল্প এই হামলার পর এক গুরুতর সংকটে পড়েছে। হামলার মাত্র এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার পর্যটনকেন্দ্র বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা ওই অঞ্চলের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যা তাঁদের জীবনযাপনেও প্রভাব ফেলবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us