New Update
/anm-bengali/media/media_files/ghMhv0pbpQlc2q1yL2gU.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের থানের ভবন ধসের ঘটনায় ৪২ ঘন্টা পার হয়েছে। তবে এখনও উত্তেজনার পারদ নামেনি। এখনও চলছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ জনে। ধ্বংসস্তূপের ভেতরে আরও কেউ আটকে থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। ২৯ এপ্রিল মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে ৩ তলা ভবনটি ধসে পড়ে। ভবনটি ধসে পড়ায় এখনও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে এনডিআরএফ-এর ৪ টি দল কমান্ডার দীপক তিওয়ারির অধীনে কাজ করছে।
#UPDATE | Bhiwandi building collapse: Death toll rises to 7. The rescue operation is still going on for the last 42 hrs: NDRF
— ANI (@ANI) May 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us