গভীর রাতে পুলিশি এনকাউন্টারে খতম ৪ মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার ! বিহার ও দিল্লী পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য

বড় এনকাউন্টার দিল্লিতে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গতকাল গভীর রাতে (রাত ২টো ২০ মিনিট নাগাদ) দিল্লির বাহাদুর শাহ মার্গে, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং বিহার পুলিশের একটি যৌথ দলের এক বিশেষ অভিযানে খতম হয়ে গেল ৪ জন মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার। গতকাল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও বিহার পুলিশের যৌথ টিম এই ৪ জন দুষ্কৃতীর সন্ধানে গেলে,হঠাৎ করেই পুলিশের সাথে তীব্র গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে চারজন অভিযুক্তই নিহত হয়েছে।

পুলিশ সূত্রে খবর,''এই গুলির লড়াইয়ের পর গুরুতর আহত অবস্থায় চার অভিযুক্তকেই ডঃ বি এস এ হাসপাতাল, রোহিনীতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।''

এই ৪ দুষ্কৃতীর নাম হল - ১. রঞ্জন পাঠক (২৫), ২. বিমলেশ মাহতো (২৫). ৩. মণীশ পাঠক (৩৩). ৪. আমন ঠাকুর (২১) 

gun

নিহত চার অভিযুক্তের মধ্যে তিনজনেরই বাড়ি বিহারে। শুধু আমন ঠাকুর নামের এক দুষ্কৃতী দিল্লির বাসিন্দা। নিহত রঞ্জন পাঠক, বিমলেশ মাহতো এবং মণীশ পাঠক প্রত্যেকেই বিহারের সীতামঢ়ী জেলার বাসিন্দা ছিলেন। অন্যদিকে, আমন ঠাকুর ছিলেন দিল্লির করওয়াল নগরের বাসিন্দা।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই অভিযুক্তরা বিহার এবং দিল্লিতে একাধিক গুরুতর অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিল। তবে ঠিক কোন মামলার সূত্রে এই যৌথ অভিযান চালানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।