/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় আজ উত্তর প্রদেশের মির্জাপুরে ৪ জন নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। আজ সকালে মির্জাপুর এলাকায় একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পেছনে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনার ফলে গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির ভেতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন। এই ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। একজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/28/sz3MeO42l57G8OMXeZLX.jpg)
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে। কন্টেনার চালক এই ঘটনার পর থেকেই পলাতক নাকি তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন ? সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
VIDEO | Uttar Pradesh: Four killed and one injured after car crashes into parked container in Mirzapur. More details awaited.
— Press Trust of India (@PTI_News) November 28, 2025
(Source: Third Party)#Mirzapur#UttarPradeshpic.twitter.com/FoiNDGWsh1
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us