৩ জন সিনিয়র নেতা-সহ ৩৭ জন মাওবাদীর আত্মসমর্পণ ! নকশাল বিরোধী আন্দোলনে বড় সাফল্য তেলেঙ্গানায়

দেখে নিন আজকের বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : মাওবাদী দমনে এক বড় ধরনের সাফল্য পেয়েছে তেলেঙ্গানা রাজ্য পুলিশ। আজ নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের ৩ জন সিনিয়র নেতা-সহ মোট ৩৭ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এই খবর নিশ্চিত করেছেন তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP), শিবাধর রেড্ডি।

ডিজিপি (DGP) শিবাধর রেড্ডি এই ঘটনাকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেছেন। তিনি জানান,''আজ নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের ৩৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ৩ জন গুরুত্বপূর্ণ ও সিনিয়র সদস্য।''

Maoist fdf

তিনি আরও বলেন,''বর্তমানে তেলেঙ্গানায় মাত্র ৫৯ জন মাওবাদী আত্মগোপন করে আছে, যাদের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশের বয়স ৫০ বছরের বেশি।''