শ্রী গুরু তেগ বাহাদুর জির ৩৫০তম শহিদি বার্ষিকী অনুষ্ঠান: মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার মন্তব্য

“এটি ইতিহাসে স্থান পাওয়ার মতো উৎসব—সারা বছর জুড়ে এমন আরও আয়োজন হবে”।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-25 10.20.42 PM

নিজস্ব সংবাদদাতা: শ্রী গুরু তেগ বাহাদুর জির ৩৫০তম শহিদি বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন যে এই আয়োজন দিল্লির ইতিহাসে এক স্মরণীয় উৎসব হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

তিনি দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা সারা বছর ধরে এ ধরনের আরও বহু অনুষ্ঠান আয়োজন করব।”